বুধবার, অক্টোবর ২২, ২০২৫
Led06বন্দর

বন্দরে র‌্যাবের অভিযানে ৭৮ কেজি গাঁজাসহ আটক ২

সংবাদ বিজ্ঞপ্তি:
৭৮ কেজি গাঁজাসহ কথিত দুই মাদক বিক্রেতাকে আটক করেছে নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর একটি দল। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকা থেকে র‌্যাবের অভিযানিক দল মাদকদ্রব্য গাঁজাসহ মাদক বহনের অভিযোগে দু’জনকে আটক করে।

আটকরা হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার গোপালনগর গ্রামের মৃত. মোস্তফার ছেলে মো. ইউসুফ (২৬) ও রংপুর বদরগঞ্জ উপজেলার মানসিংহপুর গ্রামের মৃত. আব্দুর রহমানের ছেলে মো. তোফান রানা (২৭)।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১১ এর অপারেশন অফিসার সিনিয়র এএসপি মো. গোলাম মোর্শেদ গাঁজাসহ দু’জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, উদ্ধার হওয়া মাদক ও মাদক হেফাজতের রাখার অভিযোগে আটক দুই ব্যক্তিকে বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটকদের বিরুদ্ধে র‌্যাব সদস্য বাদী হয়ে নিয়মিত আইনে মামলা করেছেন।

RSS
Follow by Email