সোমবার, মে ১৯, ২০২৫
Led05বন্দর

বন্দরে রাজিব হত্যাকাণ্ড: দুজন অভিযুক্ত আটক

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে সংঘটিত নৃশংস রাজিব হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১১। শনিবার র‌্যাব-১১ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে, ফতুল্লা রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ কোম্পানী অধিনায়ক মেজর মো. সোহেল আহমেদ বিজিওএম।

আটককৃতরা হলেন একই গ্রামের মোস্তফার ছেলে আয়াত (২৮) ও সিফাত (২৩)।

মামলার নথি অনুযায়ী, গত ৯ অক্টোবর মো. রাজিব হোসেন জয় (৩৪) নামের এক যুবক মদনপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে ছোটবাগ এলাকায় হামলার শিকার হন। অভিযোগ করা হয়, পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কয়েকজন ব্যক্তি রাজিবের পথরোধ করে এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তার মৃত্যু ঘটায়। নিহত রাজিব হোসেন জয় পাড়ার হোসেন মাতবরের ছোট ছেলে এবং একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন।

এই ঘটনার পর, র‌্যাব-১১ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে ১৭ মে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফতুল্লা রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে আয়াত ও সিফাত নামের দুই অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। আটককৃত অভিযুক্তদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

RSS
Follow by Email