বন্দরে যুব সংহতির নেতা সাকিল গ্রেপ্তার
লাইভ নারায়ণগঞ্জ: ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে পরিচালিত বিশেষ অভিযানে বন্দর উপজেলা যুব সংহতির যুগ্ম আহ্বায়ক সাকিলকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে বন্দর থানার চৌরাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
সাকিল বন্দর থানার চৌরাপাড়া এলাকার সফিউদ্দিন মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃতকে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে বন্দর থানায় দায়ের করা একটি মামলায় আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে বন্দর থানার চৌরাপাড়া এলাকায় একটি গোপন স্থানে সাকিল এবং তার সহযোগীরা আজমীর ওসমানের ছবি সম্বলিত ব্যানার নিয়ে শোকদিবস পালন সংক্রান্ত বিষয়ে আলোচনা করছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও রাত ২টার দিকে বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই জলিল মন্ডল ও এসআই জহিরুলের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে সাকিলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।