শনিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৫
Led05বন্দর

বন্দরে যুবক আটক, ফেন্সিডিল উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে মাদকবিরোধী অভিযানে ৪ বোতল ফেন্সিডিলসহ রনী ভূঁইয়া (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। দীর্ঘদিন ধরে অবাধে মাদক বিক্রি করে আসছিল বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গ্রেপ্তারকৃত রনী ভূঁইয়া বন্দর উপজেলার কেওঢালা এলাকার নূর মোহাম্মদ ভূঁইয়ার ছেলে।

বৃহস্পতিবার রাতে বন্দর উপজেলার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের জাঙ্গাল ফুটওভার ব্রিজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে এবং রনী ভূঁইয়ার কাছ থেকে ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় কামতাল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক জহিরুল ইসলাম বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছেন, যার মামলা নং- ১৫(৯)২৫। শুক্রবার দুপুরে তাকে উল্লেখিত মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ জানিয়েছে, রনী ভূঁইয়া এলাকায় একজন চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত ছিল এবং দীর্ঘদিন ধরে সে এই অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল। পুলিশ আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।

RSS
Follow by Email