বন্দরে যুবক আটক, প্রায় সাড়ে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার
লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে এক যুবককে আটক করেছে র্যাব-১১। তাদের দাবি আটককৃত একজন পেশাদার মাদক ব্যবসায়ী। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বন্দর থানার নবীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ হাজার ৪৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় বলে জানায় র্যাব।
আটককৃত ব্যক্তির নাম মো. জাহেদুল আলম (২৮)। তার স্থায়ী ঠিকানা কক্সবাজার সদর থানায় হলেও তিনি বর্তমানে বন্দরের নবীগঞ্জে বসবাস করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানায়, জাহেদুল আলম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জের বন্দরে ইয়াবা, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলেন।
র্যাব-১১ জানিয়েছে, গ্রেপ্তারকৃত জাহেদুল আর্থিক লাভের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। অবৈধ মাদকের কারণে দেশের যুব সমাজ ধ্বংস হচ্ছে, তাই মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তারের পর জাহেদুল আলমকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।