বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
বন্দর

বন্দরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, পুলিশ বলছে ‘আত্মহত্যা’

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে ফয়সাল (৩০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যার দিকে বন্দর থানার কল্যান্দী খালপাড় এলাকা নিহতের শ্বশুড়বাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহত ফয়সাল নারায়ণগঞ্জ সদর মডেল থানার দেওভোগ সরদারবাড়ী এলাকার ভাড়াটিয়া মকবুল মিয়ার ছেলে। সে দীর্ঘ দিন ধরে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী খালপাড়স্থ শ্বশুড় বাড়িতে বসবাস করে আসছিল।

স্থানীয়রা জানান, ৪ বছর পূর্বে হোসিয়ারি ব্যবসায়ী ফয়সালের সাথে বন্দর থানার কল্যান্দী খালপাড় এলাকার আব্দুল রশিদ মিয়ার মেয়ে মুর্শিদা আজমীরের ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর উল্লেখিত দম্পত্তী বন্দর কল্যান্দী খালপাড় এলাকায় গৃহবধূ মুর্শিদা আজমীরের পিত্রালয়ে বসবাস করে। তাদের সংসারে একটি পুত্র সন্তান রয়েছে। শনিবার সন্ধ্যায় নিজ ঘরের আঁড়ার সাথে ফয়সালকে গলায় ফা*স দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পরিবারের বরাত দিয়ে বন্দর থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশাগ্রস্থ হয়ে আত্মহত্যা করেছেন তিনি। নিহত ফয়সাল গত কয়েকদিন যাবৎ পরিবারের মানুষদের বলে আসছিলেন, ‘আমি যে কোন সময়ে মারা যেতে পারি।’‘এ হয়ত তোমাদের সাথে আমার শেষ দেখা’। তবে আত্মহত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি। এ নিয়ে তদন্ত চলছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে পৌঁছানো হয়েছে।

RSS
Follow by Email