রবিবার, মার্চ ১৬, ২০২৫
Led05বন্দর

বন্দরে যুবককে বলাৎকার: অভিযুক্ত সোনারগাঁয়ে আটক

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে ২০ বছরের যুবককে বলাৎকারের ঘটনায়, অভিযুক্তকে আটক করেছে র‌্যাব-১১। রবিবার তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর অনাবিল ইমাম।

এর আগে শনিবার সোনারগাঁও হোসেনপুর এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করে বলে জানায় র‌্যাব-১১। গ্রেপ্তারকৃত আসামি হলেন নাম মো. সাঈদ (৪০)।

জানা যায়, গত ৮ মার্চ রাতে নিজ বাসার সামনে থেকে ডেকে নিয়ে গিয়ে রুমে আটকে ভিকটিমকে বলাৎকার করে সাঈদ। পরবর্তীতে এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বন্দর থানায় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

RSS
Follow by Email