বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
Led05বন্দর

বন্দরে যুবককে কুপিয়ে হত্যা, স্বজনদের দাবি ‘পূর্ব শত্রুতা’

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে এক যুবককে কুপিয়ে হত্যা অভিযোগ উঠেছে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। বুধবার (৯ অক্টোবর) রাত সাড়ে আটটায় উপজেলার মদনপুর ইউনিয়নের ছোটবাগ এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রাজিব হোসেন। সে দেওয়ানবাগ পূর্বপাড়া এলাকার হোসেন মাদবরের ছেলে।

স্থানীয়রা জানান, রাতে রাজিবের সাথে প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীদের সাথে মাদক ও চুরির মালামাল বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাজিবকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মদনপুর দি বারাকা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্বজনদের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ হায়াত ও মিরাজসহ তাদের আরও ৭/৮ সহযোগী এ হত্যাকান্ড ঘটিয়েছে। এদিকে রাজিবের মৃত্যুর সংবাদ মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে তার স্বজন ও এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে আয়াত ও মিরাজ বাহিনীর ৩টি ঘর আগুনে পুড়িয়ে দেয়।

বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যার সাথে অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

RSS
Follow by Email