বুধবার, মে ২১, ২০২৫
Led04বন্দর

বন্দরে মেয়ের হাতেই বাবার নির্মম মৃত্যু, জামাতা আটক

লাইভ নারায়ণগঞ্জ: পারিবারিক কলহের জেরে নিজ মেয়ের হাতেই পিটুনি খেয়ে প্রাণ হারিয়েছেন এক বৃদ্ধ দিনমজুর। মঙ্গলবার (২০ মে) দুপুরে বন্দর উপজেলার দক্ষিণ কলাবাগ খালপাড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত বৃদ্ধের মেয়ের জামাতা চঞ্চল মিয়াকে আটক করেছে পুলিশ। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. তরিকুল ইসলাম।

নিহত বৃদ্ধের নাম নাসির উদ্দিন দাদন (৬৫)। সে এলাকার বন্দর উপজেলার দক্ষিণ কলাবাগ খালপাড় এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বহু বছর আগে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর নাসির উদ্দিন দাদন দ্বিতীয়বার রমিজা বেগমকে বিয়ে করেন। প্রথম পক্ষের সংসারে আনোয়ারা নামে তার এক কন্যা সন্তান ছিল। দ্বিতীয় সংসারে তিনি ঝিনুক নামে এক কন্যাকে পালিত হিসেবে বড় করে তোলেন। তবে, সম্প্রতি বৃদ্ধ নাসির উদ্দিন দাদনের সংসারের কর্তৃত্ব মূলত পালিত কন্যা ঝিনুকের হাতেই ছিল। এ বিষয়টিই কাল হয়ে দাঁড়ায়। আনোয়ারা ও তার স্বামীর সাথে ঝিনুকের বিরোধ তৈরি হয়, যা প্রায়শই সংসারে ঝগড়া-বিবাদে রূপ নিত। এই বিবাদের জেরে মঙ্গলবার দুপুরে ঘটে যায় নির্মম ঘটনা।

পালিত কন্যা ঝিনুক জানান, সোমবার বাড়ির পাশের সড়কে থুথু ফেলাকে কেন্দ্র করে আনোয়ারা ও তার জামাতা তাকে গালিগালাজ ও হুমকি দেয়। এর জের ধরেই মঙ্গলবার দুপুরে রেললাইন এলাকা দিয়ে রিকশাযোগে যাওয়ার সময় তার বাবা নাসির উদ্দিন দাদনকে আনোয়ারা ও তার স্বামী চঞ্চল বেধড়ক কিল-ঘুষি মারে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, এই ঘটনার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে এবং মেয়ের জামাতা চঞ্চল মিয়াকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, “পারিবারিক কলহের জের ধরে মেয়ে ও মেয়ের জামাতা বৃদ্ধকে কিল-ঘুষি মারে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।” তিনি আরও জানান, এই ঘটনায় নিহতের মেয়ের জামাতাকে আটক করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

RSS
Follow by Email