মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
Led04জেলাজুড়েবন্দরস্বাস্থ্য

বন্দরে মৃত্যু যন্ত্রণা ও প্যালিয়েটিভ কেয়ার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

লাইভ নারায়ণগঞ্জ: বন্দ উপজেলায় মৃত্যু, মৃত্যু যন্ত্রণা এবং প্যালিয়েটিভ কেয়ার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে কমিউনিটির নারী ও পুরুষদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।

আয়াত এডুকেশন’র আয়োজনে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ সভার লক্ষ ছিল- বন্দর উপজেলার কমিউনিটি পর্যায়ে মানুষদের মৃত্যু, মৃত্যু যন্ত্রণা কমাতে প্যালিয়েটিভ কেয়ারের ভূমিকা, প্যালিয়েটিভ কেয়ার রোগী বা মৃত্যু পথযাত্রী মানুষের প্রতি কমিউনিটির মানুষের করণীয় সম্পর্কে সচেতন করা এবং প্রকল্পের কল্যাণমূলক কাজে কমিউনিটির মানুষের সম্পৃক্ততা বৃদ্ধির করা।

কমিউনিটি ক্লিনিকের সহ-সভাপতি মো. শাহ নূর ওসমানী’র সভাপতিত্বে ও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মোহাম্মদ আরিফ চৌধুরী’র সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. ফয়সাল কবীর।

সভায় মৃত্যু, মৃত্যু যন্ত্রণা বিষয়ক গুরুত্ব সম্পর্কে বক্তব্য উপস্থাপনা করেন আয়াত এডুকেশন’র প্রকল্প সমন্বয়কারী সুমিত বণিক। তিনি তার বক্তব্যে বলেন, ‘প্যালিয়েটিভ কেয়ার হল এমন এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা গুরুতর অসুখে আক্রান্ত রোগীদের জীবনমান উন্নত করার লক্ষ্যে করা হয়। এটি শুধুমাত্র মৃত্যুশয্যা রোগীদের জন্যই নয়, বরং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত যে কারো জন্যই উপযোগী। মৃত্যু ভয় মানুষের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। মৃত্যু অনিবার্য হলেও, এর সাথে জড়িত অনিশ্চয়তা এবং অজানা ভবিষ্যৎ মানুষকে ভীত করে তোলে। এই ভয়কে কমাতে এবং মৃত্যুপথযাত্রী মানুষের প্রত্যাশা পূরণে প্যালিয়েটিভ কেয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি রোগীকে শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিকভাবে সহায়তা করে এবং জীবনের শেষ সময়কে আরামদায়ক ও সহনীয় করে তোলে।’

প্রধান অতিথি মো. ফয়সাল কবীর তার বক্তব্যে বলেন, ‘প্রত্যেক ধর্মেই অনেক পরোপকারের উদাহরণ রয়েছে। সেগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে। আমরা মানুষ হিসেবেই অন্য একজন মানুষের জীবনের জন্য প্রশান্তির কারণ হতে পারি, সেজন্য দরকার কল্যাণকর কাজে সম্পৃক্ততা। সমাজ সেবা বিভাগ ৬টি ক্যাটাগরিতে দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত রোগীদের আর্থিকভাবে সহযোগিতা করে থাকে। এর মধ্যে ক্যান্সার অন্যতম। আপনারা প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাযথভাবে আবেদন করলে, আমরা অবশ্যই আন্তরিকভাবে আপনাদের সহায়তা করতে প্রস্তুত আছি। সর্বোপরি, মমতাময় নারায়ণগঞ্জ সবার মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে যে প্রচেষ্টাগুলো চালিয়ে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।’

আলোচনা সভায় অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন আয়াত এডুকেশনের প্রজেক্ট অফিসার সারওয়ার আলম, কমিউনিটি মবিলাইজার অনন্যা রহমান, ফাহিম হোসেন প্রমুখ। সভায় কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, চুনাভুড়া কমিউনিটির নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email