বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
বন্দর

বন্দরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভাঙচুরের অভিযোগ

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ ডিসেম্বর) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। এই সময় কমপ্লেক্সের ভেতরে থাকা মুক্তিযোদ্ধাদের সাথে উচ্চবাচ্য করারও অভিযোগ পাওয়া যায়।

বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমাণ্ডার কাজী নাছিরউদ্দিন গণমাধ্যমকে জানান, যুবদলের নেতা-কর্মীরা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভেতরে ঢুকে উচ্চবাচ্য করতে থাকেন। বঙ্গবন্ধুর কিছু ঐতিহাসিক ছবি দেওয়ালে ছিল, সেগুলো নামিয়ে ভাঙচুর করে। আগেই দেওয়াল থেকে নামিয়ে রাখা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিগুলো ভেঙে বাইরে ফেলে দেয়। ভেতরে কিছু চেয়ারও ভাঙচুর চালায় তারা।

এই দিকে, ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে, যুবদলের নেতা পরিচয় দিয়ে হুমায়ূন কবির নামে এক যুবক সাংবাদিকদের বলেন, দুপুরে ইউএনও এবং ওসিকে মুক্তিযোদ্ধা সংসদে প্রবেশ করতে দেখি। ওই সময় আমরা মুক্তিযোদ্ধা সংসদে প্রবেশ করতে চাইলে আমাদের বাধা দেওয়া হয়। তখন আমরা ভেবেছি এখানে কোন গোপন সভা হচ্ছে। পরে ভেতরে ঢুকে দেখি মুক্তিযোদ্ধা সংসদে এখনও ফ্যাসিষ্ট হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি টানানো। যাদের হাত ছাত্র-জনতার রক্তে রঞ্জিত তাদের ছবি এখনও কেন মুক্তিযোদ্ধা সংসদে টানানো থাকবে? আমরা ছবিগুলো নামিয়ে বাইরে ফেলে দিয়েছি। এর বেশি কিছু হয়নি।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, কমপ্লেক্সের ভেতরে ভাঙচুর করা হয়েছে, ব্যাপারটি এমন না। আসলে ভাঙচুর করার মতো তেমন কিছুই নেই। কেননা ৫ আগস্ট সেখানে একবার হামলা হয়েছিল। সেখানে কিছু ছবি ছিল, আচ ওই ছবিগুলো বাইরে ফেলে দেওয়া হয়েছে। আর প্রতিকৃতিটিও আগে ভাঙা হয়েছিল। আজ তার উপরেই কয়েকটা বাড়ি দিয়েছে বলে শুনেছি।

বন্দর থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে জানান, কমপ্লেক্সের ভেতরে থাকা ছবিগুলো ফেলে দেওয়া হয়েছে বলে জেনেছি। এই বিষয়ে থানায় এখনও কেউ অভিযোগ করেনি।

RSS
Follow by Email