বন্দরে মাসুদুজ্জামানের পক্ষে ৩১ দফা নিয়ে মাঠে বিএনপি নেতাকর্মীরা
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার (২ নভেম্বর) বন্দর থানার ২৩নং ওয়ার্ডের একরামপুর এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” জনসাধারণের মাঝে ওই বিতরণ করা হয়েছে।
এই প্রচার কার্যক্রমের মাধ্যমে গণমানুষের কাছে বিএনপির রাজনৈতিক অঙ্গীকার ও ভবিষ্যৎ রাষ্ট্রগঠনের পরিকল্পনা তুলে ধরা হয়।
মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল বিএনপির কেন্দ্রীয় ঘোষণাপত্র ৩১ দফা জনগণের হাতে পৌঁছে দেওয়ার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা ও জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ শরীফুল ইসলাম শিপলু।
কর্মসূচির আয়োজনে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি ও অটোরিক্সা চালক দলের আহ্বায়ক মোঃ অহিদুল্লাহ প্রধান এবং সদস্য সচিব মোঃ নূর আলম। ৩১ দফা বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আয়োজক সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম মাসুম ভূইয়া।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন হায়দার আলী, মোঃ ডালিম, মোঃ জাকির, ছায়েদুর, জহির হোসেন সহ আরও অনেকে।
