বন্দরে মাদ্রাসা শিক্ষককে অপহরণ করে মুক্তিপণ দাবি, আটক ১
লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে সাইদুর রহমান (২৩) নামে এক মাদ্রাসা শিক্ষককে অপহরণের ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) বন্দর উপজেলার চর-ঘারমোড়া এলাকায় রাতে অপহৃত সাইদুর রহমানকে উদ্ধার করা হয়। সেই সাথে কাজী মাসুদ (৩৮) নামে এক যুবককে আটক করা হয়।
মাদ্রাসা শিক্ষক সাইদুর রহমান সিলেট জেলার গোয়াইনঘাট থানার করগাঁও এলাকার আনফর আলী মিয়ার ছেলে। তিনি ডেমরা থানার সারুলিয়া পশ্চিম বক্সনগরের তারতিলুল কোরআন মাদ্রাসায় শিক্ষকতা করছেন। আটক কাজী মাসুদ বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
অপহৃত শিক্ষক সাইদুর রহমান গণমাধ্যমকে জানান, তিনি মদনপুরে তার ফুফাতো ভাই জুয়েলের সঙ্গে দেখা করার পর কর্মস্থলে ফেরার জন্য সিএনজিতে ওঠেন। সিএনজি গাড়িটি কিছু দূর যাওয়ার পর যাত্রীবেশে থাকা অপহরণকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে ভয় দেখিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যায়। তাকে প্রায় ৪ ঘণ্টা আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয় । তার সঙ্গে থাকা মোবাইল ফোন, ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে। জীবনের নিরাপত্তার স্বার্থে সাইদুর রহমান তার আত্মীয়-স্বজন ও বন্ধুদের সহায়তায় বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা পাঠান। এক সময়ে সাইদুর রহমানের চিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে এবং কাজী মাসুদকে আটক করে পুলিশে সোপর্দ করে।
বন্দর থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে জানান, সাইদুর রহমান বাদী হয়ে থানায় কাজী মাসুদের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করেছে। পলাতক বাকি অপহরণকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত কাজী মাসুদকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।