বন্দরে মাদক সেবনের অভিযোগে যৌথ বাহিনী অভিযানে ১১ যুবক আটক
লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবনরত অবস্থায় ১১জন যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বন্দর উপজেলার সোনাকান্দা মেরিন আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম।
আটককৃতরা হলো, বন্দর উপজেলার সোনাচড়া এলাকার মৃত নুরুল হকের ছেলে ইজাজুল (১৮), কলান্দি এলাকার মৃত আ. রহমানের ছেলে সুজন আলী (৩২), রুপালি এলাকার বীরেন্দ্র দাসের ছেলে জুয়েল দাস (৪০), একই এলাকার আ. লতিফ’র ছেলে আ.মমিন (৩০), আলী মিয়ার ছেলে রায়হান (২৭), তপন ইসলামের ছেলে আলপান (১৯), ইব্রাহিম মিয়ার ছেলে ইমন (১৯), সালে নগর এলাকার আজগর মিয়ার ছেলে শাওন (১৮), বাগান রূপালী এলাকার ইউসুফ হাওলাদারের ছেলে সাইদুর (১৫), সালে নগর এলাকার আবির (১৮) ও রুপালি এলাকার মো. সেলিমের ছেলে মাসুদ (১৮)।
বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে বন্দর মেরিন আবাসিক এলাকা হতে মাদক সেবনরত অবস্থায়, ১২ জন মাদক সেবী এবং কিশোর গ্যাং সদস্যকে আটক করে যৌথ বাহিনী। আমরা ইতোমধ্যে তাদের মাদক আইনে মামলা দায়ের করে, আদালতে প্রেরণ করেছি। এছাড়া আটককৃতরা কিশোর সোহান (১৭) হত্যায় জরিত আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।