বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
বন্দর

বন্দরে মাদক মামলায় মা-মেয়ে গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে তাদের আদালতে প্রেরণ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের নয়ামাটি ভাংতি এলাকার মৃত আবু সাঈদ মিয়ার স্ত্রী জরিনা বেগম (৪৮) ও কুড়িপাড়া এলাকার বাবুল মেম্বারের বাড়ি ভাড়াটিয়া উক্ত এলাকার আল আমিন মিয়ার স্ত্রী জেসমিন (২৫)।

এর আগে, গত সোমবার (২৩ অক্টোবর) রাতে বন্দর উপজেলার নয়ামাটি ও কুড়িপাড়া এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে উল্লেখিত সাজাপ্রাপ্ত আসামি মা ও মেয়েকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

RSS
Follow by Email