সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
জেলাজুড়েবন্দর

বন্দরে মাদক ব্যবসায়ী নারীসহ আটক ৩

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও পুলিশের পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী নারীসহ ৩ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২ ফেব্রুয়ারী) সন্ধায় দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন, সোনারগাঁয়ের কাচপুর ইউপির ওমর আলী স্কুল সংলঘ্ন জালাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া আজিজ হাওলাদারের মেয়ে আসমা বেগম(২৯), একই এলাকার কৃষ্ণনাথ দেবের ছেলে মুন্না(২৮) ও নবীগঞ্জ মাঠপাড়া এলাকার মৃত হানিফ মিয়ার ছেলে কামাল(৪০)। অভিযানে তাদের থেকে ৫ কেজি গাজাঁ ও ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এবিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে ও বন্দর থানা অভিযানে তাদের আটক করা হয়। এবিষয়ে পৃথক দুটি মামলা রুজু হয়েছে। আটককৃতদের শনিবার দুপুরেই মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।

RSS
Follow by Email