বন্দরে মহানবী (সাঃ)কে নিয়ে কটুক্তির ঘটনায় সেই দুই শ্রমিকের বিরুদ্ধে মামলা
লাইভ নারায়ণগঞ্জ: মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তি করার ঘটনায় অমৃত সূত্রধর (৫২) ও সঞ্জিত কুমার মজুমদারের (৫০) বিরুদ্ধে মামল দায়ের হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকালে নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের জাহাজ নির্মান ও মেরামতকারী শিল্প প্রতিষ্ঠানের আইন বিষয়ক কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করেন।
অভিযুক্ত শ্রমিকরা হলেন, ‘সুদূর ঠাকুরগাও জেলার সদর থানার মন্ডলাদাম এলাকার অনিল চন্দ্র সূত্রধরের ছেলে অমৃত সূত্রধর ও অপর আটককৃত সঞ্জীত কুমার মজুমদার (৫০) বন্দর থানার সোনাকান্দাস্থ সোনাবিবি রোড এলাকার মৃত গনেশ চন্দ্র মজুমদারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) বলেন, তাদের তা কালই আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। আজ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।
এর আগে গত বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেল ৫টায় বন্দর থানার সোনাকান্দাস্থ নৌবাহিনী নিয়ন্ত্রণাধীন ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ভিতরে সাধারন শ্রমিকরা উল্লেখিত ২ জনকে অবরুদ্ধ করে পুলিশে সোর্পদ করে। খবর পেয়ে বন্দর থানার ওসি তরিকুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।