রবিবার, আগস্ট ৩, ২০২৫
Led01বন্দর

বন্দরে ভাবীকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে ছোট ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন রবিউল হাসান ওরফে আবির নামের এক যুবক। রবিবার (৩ আগস্ট) সকাল ৭টার দিকে বন্দরের কুশিয়ারা এলাকার একটি নির্জন বিলে এ ঘটনা ঘটে। পরে সকাল ৯টায় রক্তমাখা ছুরি নিয়ে থানায় এসে আত্মসমর্পণ করেন সেই যুবক।

নিহত গৃহবধূ হলেন মুন্সিগঞ্জ জেলার সদর থানার ইদ্রাকপুর এলাকার শাহজাহান দেওয়ানের মেয়ে ও কুশিয়ারা এলাকার প্রবাসী রাসেল মিয়ার স্ত্রী নদী আক্তার নীলা (২৫)।

আত্মসমর্পণকারী মো. রবিউল হাসান ওরফে আবির হলেন একই উপজেলার কুশিয়ারা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, রবিউল হাসানের মা কয়েক মাস আগে ব্র্যাক ব্যাংক থেকে ব্যবসার জন্য ৪ লাখ টাকা ঋণ উত্তোলন করে তার ছোট ছেলে রাসেল ও পুত্রবধূ নীলার হাতে তুলে দেন। কিন্তু রাসেল প্রবাসে পাড়ি জমালেও ঋণের টাকা পরিশোধ না হওয়ায় ব্যাংক কর্তৃপক্ষ জামিনদার রবিউলকে চাপ দিতে থাকে। এ নিয়ে নীলার সঙ্গে তার বিরোধ তৈরি হয়। এর জের ধরেই রবিবার সকালে তিনি ভাবিকে বাসা থেকে ডেকে নিয়ে কুশিয়ারা এলাকার নির্জন বিলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। খবর পেয়ে বন্দর থানার উপপরিদর্শক কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী গণমাধ্যমে জানায়, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি এবং থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

RSS
Follow by Email