সোমবার, মার্চ ১৭, ২০২৫
Led03বন্দর

বন্দরে ব্রহ্মপুত্র নদ থেকে অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার (১৭ মার্চ) পৌনে ১২টায় বন্দর উপজেলার লাঙ্গলবন্দ ব্রহ্মপুত্র নদের রাজঘাট এলাকা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন বন্দর উপজেলা কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর (ইনচার্জ) মো. সালেহ আহম্মেদ পাঠান।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। উদ্ধারকালে তার পরনে শুধু একটি গেঞ্জি ছিল, তবে নিচের অংশে কোনো পোশাক পাওয়া যায়নি। লাশটি ব্রহ্মপুত্র নদে ভাসমান অবস্থায় ছিল এবং পচন ধরতে শুরু করেছিল। পুলিশের ধারণা, কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে, তবে সঠিক সময় নির্ধারণ করা সম্ভব হয়নি।

কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর (ইনচার্জ) মো. সালেহ আহম্মেদ পাঠান জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে তারা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন। তবে মৃত যুবকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশের একটি দল বিষয়টি তদন্ত করছে এবং আশপাশের থানাগুলোতে নিখোঁজ ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

পুলিশ জানিয়েছে, এটি হত্যাকাণ্ড নাকি কোনো দুর্ঘটনা, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে।

কলাগাছিয়া নৌ পুলিশের ইনচার্জ মো. সালেহ আহমেদ পাঠান বলেন, আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি এবং মরদেহের পরিচয় শনাক্তের জন্য সংশ্লিষ্ট সব থানায় বার্তা পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড নাকি পানিতে ডুবে মৃত্যু, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

RSS
Follow by Email