বুধবার, নভেম্বর ২০, ২০২৪
আদালতজেলাজুড়েবন্দর

বন্দরে ব্যাটারী কারখানা সিলগালা

লাইভ নারায়ণগঞ্জ: বন্দর মদনপুরের কেওঢালায় হিং সিং ব্র্যান্ডের স্টেলার ইন্ডাস্ট্রি কোম্পানী লিমিটেড নামের একটি ব্যাটারী কারখানা সিলগালা করা হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার ইতির নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আদালতে প্রতিষ্ঠানটিকে সিলগালা করে সকল কার্যক্রম বন্ধ ঘোষণা ও প্রতিষ্ঠানটির বিদ্যুৎ, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক এ এইচ এম রাশেদ সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, স্থানীয় এলাকাবাসী ও মদনপুরের ছাত্রসমাজ এ সময় উপস্থিত ছিলেন।

জানা যায়, ৪ বছর যাবৎ ব্যাটারী ফ্যাক্টরী থেকে নির্গত বিষাক্ত কালো ধোঁয়ার কারণে এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। পাশাপাশি স্থানীয়রা শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। সে কারণে এ কারখানা বন্ধ করার দাবীতে গত রবিবার স্থানীয় এলাকাবাসী মদনপুরের ছাত্রসমাজকে সাথে নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর, বন্দর ইউএনও সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।

RSS
Follow by Email