বন্দরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তুলার গোডাউনে আগুন, মালামাল পুড়ে ছাই
লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের ইস্পাহানী বাজার মসজিদ সংলগ্ন এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে গোডাউনের মালামাল পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে, এই ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এ ঘটনার পর, স্থানীয় এলাকাবাসী ও বন্দর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনার পর, ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়।
বন্দর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডের পর বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে, এলাকাবাসী জানিয়েছেন, গোডাউনের মালামাল পুড়ে যাওয়ার পর ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে, তবে গ্যাস সিলিন্ডার বা অন্যান্য বিপজ্জনক দ্রব্যের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।