রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led05বন্দর

বন্দরে বৃদ্ধ পাগলের মৃত্যু, ইসলামিক তরিকায় দাফন

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে অজ্ঞাতনামা এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে বন্দর থানার ২০ নং ওয়ার্ড বেপারীপাড়ায় প্রধান সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মদনগঞ্জ ফাঁড়ির উপ-পরিদর্শক মোমরেজ ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে তথ্যটি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি লাইভ নারায়ণগঞ্জকে জানান, এলাকাবাসী খবর দিলে আমরা ঘটনাস্থলে আসি। খোঁজ নিয়ে জানতে পারলাম, নিহত বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন (পাগল) ছিলেন। তার নাম পরিচয় কেউ জানেন না। এলাকার মানুষদের দেওয়া খাবারের মাধ্যমে তিনি জীবন যাপন করতেন। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ হবে।

তিনি আরও জানান, এলাকাবাসীর অনুরোধে নিহতের ইসলামিক তরিকায় জানাযা দিয়ে দাফন হবে। পরে বেপারীপাড়ায় কবরস্থানে তাকে দাফন করা হবে। এলাকাবাসীর মধ্যে কয়েকজনের থেকে সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। পিবিআই থেকে একটি টিম তার জেনেটিক ডাটা সংগ্রহ করবে। ভবিষ্যতে যদি কেউ তার সন্ধানে আসলে এই ডাটা কাজে আসবে।

RSS
Follow by Email