মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
জেলাজুড়েবন্দর

বন্দরে বীর মুক্তিযোদ্ধা কাজী জালাল উদ্দিন আর নেই

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে বীর মুক্তিযোদ্ধা কাজী জালাল উদ্দিন আহাম্মেদ বিল্লু ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি….রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মঙ্গলবার (৪ জুন) সকালে বন্দরের নবীগঞ্জ কাইতাখালীস্থ তার শ্বশুড় বাড়িতে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিকালে কদম রসুল দরগাহ শরীফের সামনে রাস্ট্রীয় মর্যাদা ও জানা শেষে নবীগঞ্জ বাগ-এ-জান্নাত কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। বন্দর উপজেলা প্রশাসন রাষ্ট্রীয়ভাবে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। মরহুমের জানাজায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধারা অংশ গ্রহন করেন।

RSS
Follow by Email