মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫
Led03বন্দররাজনীতি

বন্দরে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেবিল হান্ট’ চলাকালে মহানগর ছাত্রলীগ নেতা উজ্জলকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৪ আগস্ট) বিকেলে বন্দর থানার নবীগঞ্জ ঘাট থেকে তাকে আটক করা হয়।

সোমবার (২৫ আগস্ট) তাকে বন্দর থানায় দায়ের করা ১৮(২)২৪ নং মামলায় আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত উজ্জল বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ ইসলামবাগ এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৫ আগস্ট সকাল ১১টায় উজ্জলসহ কয়েকজন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কর্মী বন্দরের একরামপুরস্থ কদম রসুল কলেজের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থী আশিককে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।

বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “উজ্জল বর্তমানে থানা হাজতে আটক রয়েছে। সোমবার তাকে দায়েরকৃত মামলায় আদালতে প্রেরণ করা হবে।”

RSS
Follow by Email