বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০২৫
বন্দর

বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৫ পলাতক আসামি গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৫ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে বন্দর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, সজিব ওরফে লাউয়া সজিব (৩২): বন্দর থানার ২১ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা কবরস্থান রোড এলাকার আতাউর মিয়ার ছেলে। তিনি একটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। মধু রানা (৪৮): একই থানার ১৯ নম্বর ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়ালবাড়ী ঘাট এলাকার আলাচাঁন মিয়ার ছেলে। তিনিও একটি জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। মোশারফ (৫৫): মদনগঞ্জ লক্ষারচর উত্তরপাড়া এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে। জুবায়ের (১৯): কুশিয়ারা এলাকার দুলাল মন্ডলের ছেলে। তিনি একটি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। অমিত হোসেন (৩২): নবীগঞ্জ বড়বাড়ি এলাকার আক্তার হোসেন মিয়ার ছেলে। তিনি একটি সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

বন্দর থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলার ওয়ারেন্ট নিয়ে পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তারা জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। কোনো অপরাধীকেই আইনের চোখ ফাঁকি দিতে দেওয়া হবে না।

RSS
Follow by Email