শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
বন্দর

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে ৩ পলাতক আসামি গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত ৩ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়।

এর আগে, বুধবার (৪ ডিসেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

বন্দর থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে তথ্যটি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, বন্দর থানার নবীগঞ্জ ইসলামবাগ এলাকার মৃত আবু সাঈদ মিয়ার ২ ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামি মিজানুর রহমান (৪৪) ও তার ভাই বদরুল (৪০), বন্দর উপজেলার বেজেরগাও এলাকার ছেলে হাজী মনতাজ উদ্দিন মিয়ার ছেলে শাহজালাল (৩৮)।

RSS
Follow by Email