শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
বন্দর

বন্দরে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধের ৭দিন পর যুবকের মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে চুরির প্রস্তুতি কালে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়ে হয়ে দীর্ঘ ৭ দিন পর চিকিৎসাধীন অবস্থায় অবশেষে মৃত্যুবরণ করেছে হুমায়ুন (২৮) নামে এক যুবক। শনিবার (২ ডিসেম্বর) রাতে পৌনে ১০ টায় ঢাকা শেখ হাসিনা র্বান ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত হুমায়ন বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা এনায়েতনগর এলাকার নাসির মিয়ার ছেলে।

এর আগে, গত শনিবার (২৫ নভেম্বর) বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজীপুরস্থ তালিমুল মিল্লাত মাদ্রাসায় রড চুরি করার সময় এ ঘটনাটি ঘটে। এদিকে খবর পেয়ে ঢাকা শাহবাগ থানা পুলিশ উল্লেখিত হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ঢামেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

RSS
Follow by Email