মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
Led02বন্দর

বন্দরে বাবার বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে আমেনা বেগম (২৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে বন্দর উপজেলার গকুল দাশের বাগ এলাকায় বাবার বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

আমেনা বেগম বন্দর উপজেলার গকুল দাশেরবাগ এলাকার আনসার আলী মিয়ার মেয়ে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ধামগড় ফাঁড়ি এসআই মাহমুদ আলম লাইভ নারায়ণগঞ্জকে জানান, বাবা-মায়ের সাথে বসবাস করতেন আমেনা বেগম। স্বজনদের সাথে কথা বলে জানতে পেরেছি, কয়েকদিন ধরে পিতা-মাতার সাথে নিহতের নানান বিষয়ে বাক-বিতন্ডা হয়েছিল। ধারণা করা হচ্ছে, অভিমান করে সে আত্মহত্যা করেছেন।

বন্দর থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম লাইভ নারায়ণগঞ্জকে জানান, বাবার বাড়িতে বসবাস করছিলেন আমেনা বেগম। তার স্বামী বিদেশ থাকেন। গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকা অবস্থায় তার লাশ দেখেন স্বজনরা। তারা লাশ নিচে নামিয়ে আনেন ও পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিমান করে তিনি আত্মহত্যা করেন। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

RSS
Follow by Email