শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
জেলাজুড়েবন্দর

বন্দরে প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে কমিউনিটি স্বেচ্ছাসেবকদের নিয়ে প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলার টি- হোসেন গার্ডেনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়াত এডুকেশনর আয়োজনে ‘মমতাময় নারায়ণগঞ্জ প্রকল্পের’ আওতায় বন্দর উপজেলার স্বেচ্ছাসেবকদের কমিউনিটি ভিত্তিক প্যালিয়েটিভ কেয়ার কার্যক্রমের সাথে তাদের উদ্বুদ্ধ করতে এ সভার আয়োজন করা হয়। সেই সাথে প্রকল্পের কল্যাণমূলক কাজে তাদের সম্পৃক্ত করাও সভার লক্ষ্য ছিল।

আয়াত এডুকেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর সুমিত বণিক এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মমতাময় নারায়ণগঞ্জ প্রকল্পের ফিল্ড অফিসার মোঃ হাসান হাফিজুর রহমান, কমিউনিটি মবিলাইজার ফাহিম হোসেন, অনন্যা রহমান, কমিউনিটি ভলান্টিয়ার ও সংবাদকর্মী ইউসুফ আলী প্রধান, বিডি ক্লিনর পূজা রাণী সরকার, এস এম বিজয় প্রমুখ।

প্রজেক্ট কো-অর্ডিনেটর সুমিত বণিক বলেন, আমরা যদি একটি মমতাময় সমাজ ব্যবস্থার কথা ভাবি, তাহলে সেখানে ভলান্টিয়াররা হচ্ছেন এর প্রাণ। তাঁদের ছাড়া একটি মমতাময় সমাজ কাঠামোর কথা কল্পনা করা যায় না। আর মমতাময় সমাজ কাঠামো তৈরি হলে, সেখানে আমরা আমাদের সমাজের অনিরাময়যোগ্য রোগে আক্রান্ত রোগীদের জীবনের শেষ সময়টুকুতে তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে পারবো। সেই সাথে বিশ্বাস করি, ভলান্টিয়ারদের সম্পৃক্ততার মাধ্যমে আমরা আমাদের পরিসেবাগুলি আরও বেশি লোকের কাছে পৌঁছাতে পারব।

RSS
Follow by Email