মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
বন্দর

বন্দরে পৃথক ওয়ারেন্টে ২ নারী গ্রেপ্তার

বন্দর করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ২ নারী পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এর আগে গত সোমবার (১১ সেপ্টেম্বর) রাতে বন্দর উপজেলার ফরাজিকান্দা ও পাতাকাটা এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার পাতাকাটা এলাকার মৃত আয়নাল হক মিয়ার স্ত্রী সিআর মামলার ওয়ারেন্টেভূক্ত আসামী রেনু বেগম (৪৮) ও ফরাজিকান্দা এলাকার সামছুল হক মিয়ার মেয়ে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী আইরিন আক্তার সুলতানা (৪৬)।

RSS
Follow by Email