সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫
Led03বন্দর

বন্দরে পৃথক অভিযানে গাঁজা-ফেন্সিডিলসহ আটক ৪

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে পৃথক অভিযান চালিয়ে ফেন্সিডিল ও গাঁজা সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ডিসম্বর) ঘটনার সত্যাতা নিশ্চিত করে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম। এর আগে সোমবার উপজেলার পিচকামতাল বাজুরবাগ এলাকা ও মদনপুর লাউসার এলাকায় এ অভিযান চালানো হয়।

আটককৃত হলেন, বন্দরের লাঙ্গলবন্ধ এলাকার মৃত জামাল মিয়ার ছেলে ফেন্সিডিল ব্যবসায়ী বাচ্চু মিয়া (৪০), বন্দরের লাউসার এলাকার মৃত আলম চাঁন মিয়ার ছেলে ইসমাঈল (৬৩), সোনারগাঁ এলাকার মৃত মোস্তফা মিয়ার ছেলে মাছুম (৩০) ও কেওঢালা এলাকার আব্দুল আউয়াল মিয়ার ছেলে মামুন (৫২)।

পুলিশ জানায়, প্রথমে কামতাল তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আলতাব হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ বাহিনী বাচ্চু মিয়াকে ৩ বোতল ফেন্সিডিলসহ আটক করে। এরপর, ধামগড় ফাঁড়ির উপ-পরিদর্শক ফাহেয়াত উদ্দিন রক্তিম ও তার দল মদনপুর লাউসার এলাকায় অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ ইসমাঈল, মাছুম ও মামুনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক মামলা দায়ের করা আদালতে পাঠানো হয়েছে

RSS
Follow by Email