বন্দরে পুলিশের অভিযান, বিভিন্ন ওয়ারেন্টে দুই নারীসহ আটক ৩
লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে পুলিশের অভিযানে বিভিন্ন ওয়ারেন্টে দুইজন নারী পলাতক আসামীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ডিউটি অফিসার। এর আগে শুকবের তাদের বন্দরের বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, নন এফ আর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী বন্দরের একরামপুর আরসিম আবাসিক এলাকার সাগর মিয়ার স্ত্রী রীনা বেগম (৪৩) ও একই এলাকার সোহেল মিয়ার স্ত্রী আসামী নার্গিস আক্তার (৪২), সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী বন্দর নূরবাগ এলাকার মৃত মফিজ উদ্দিন মিয়ার ছেলে দেলোয়ার (৪৫)।
পুলিশ জানায়, বন্দরের বিভিন্ন জায়গায় ওয়ারেন্টভুক্ত আসামীদের আটকে আমরা অভিযান চালাই। এসময় নন এফআর মামলার ২ নারী ও সিআর মামলার ১ আসামীকে আটক করেছি। আজ তাদের আদালতে প্রেরণ করা হয়েছে