বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫
Led03রাজনীতি

বন্দরে পুলিশের অভিযানে যুবলীগ নেতা আটক

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে পুলিশের অভিযানে ইউনিয়ন যুবলীগ নেতা শামীম মিয়াকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় বন্দরের মুছাপুর ইউনিয়নের বাজুরবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শামীম মিয়া ওই এলাকার আবুল বাশার এর ছেলে। সে মুছাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী গণমাধ্যমে বলেন, মুছাপুর এলাকা থেকে শামীম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

RSS
Follow by Email