বুধবার, জুলাই ১৬, ২০২৫
রাজনীতি

বন্দরে পুলিশের অভিযানে আ.লীগ নেতা আটক

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে পুলিশের অভিযানে শহিদুল হাসান মৃধা নামের এক আওয়ামীলীগ নেতাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার রাতে বন্দর থানার সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত শহিদুল হাসান মৃধা হলেন সোনাকান্দা পানির ট্যাঙ্কি এলাকার মৃত শফিউদ্দিন মৃধার ছেলে। সে বন্দরে ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বন্দর থানা আওয়ামীলীগের সাবেক যুব ক্রীয়া সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে তাকে সোনাকান্দা এলাকা থেকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। সে আওয়ামীলীগের একজন নেতা। আজ তার বিরুদ্ধে থাকা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

RSS
Follow by Email