শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
বন্দর

বন্দরে পুলিশি অভিযান, ডাকাতির অভিযোগে আটক ২

লাইভ নারায়ণগঞ্জ: এক ব্যাটারী ফ্যাক্টরির ট্রাকসহ কোটি টাকার কানেক্টর লুটের ঘটনায় বন্দরে অভিযান চালিয়ে দুই জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম। এর আগে শুক্রবার রাতে উপজেলার ধামগড় ইউনিয়নের মনারবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, আসলাম (৩৩) এবং জাবেদ হোসেন শান্ত ওরুফে চৌক্কা (২২)।

পুলিশ জানায়, লুট হওয়া মালামাল আমরা বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করছি। আটককৃতদের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাকি আসামীদের আটকে আমাদের অভিযান অব্যাহত আছে।

এর আগে, গত বুধবার ঢাকারর আশুলিয়া কবিরপুরের গ্রীন ডাইনেস্টি লিমিটেড ব্যাটারি ফ্যাক্টরি থেকে ৪ লাখ ৭৫ হাজার পিছ ব্যাটারি কানেক্টর নিয়ে একটি ট্রাক নারায়ণগঞ্জ বন্দরের লক্ষনখোলা এলাকায় ডিজিডিসি চায়না ব্যাটারি ফ্যাক্টরির উদ্দেশে রওনা দেয়। ট্রাকটি মদনপুর-মদনগঞ্জ সড়কের ইস্পাহানি তালতলা এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা ১২-১৫ জন ডাকাত অস্ত্রের মুখে মালামাল ভর্তি ট্রাক নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় গ্রীন ডাইনেস্টি লিমিটেডের ব্যবস্থাপক মোসলেম আলী বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন। মামলায় তদন্তে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার এই অভিযান চালানো হয়।

RSS
Follow by Email