শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪
Led04বন্দর

বন্দরে পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় প্রয়াত কাউন্সিলরের ছেলে আটক

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে পিকআপ ভ্যান ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় প্রয়াত কাউন্সিলরের ছেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ ডিসেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার ভোর রাত ৩ টায় উপজেলার মদনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হলেন বন্দরের কুড়িপাড়া এলাকার প্রয়াত কাউন্সিলর বাবুল মিয়ার ছেলে শাহাজাদা (৩০)।

পুলিশ জানায়, একটি পিকআপ ছিনতাইয়ের ঘটনায় প্রয়াত কাউন্সিলরের ছেলেকে আটক করা হয়েছে। তারা মূলত একটি পিকআপ দিয়ে অন্য একটি পিকআপ আটক ছিনতাই করে। এই মামলার বাদীর কাছে থেকে নগদ অর্থ ও পিকআপ ছিনতাই করে নিয়ে যায় তারা। আটককৃতের কাছে থেকেই একটি পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় অন্য আসামীদের আটকের জন্য অভিযান চলছে।

RSS
Follow by Email