বন্দরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যার অভিযোগ
লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে আত্মহত্যা জনিত ঘটনা। মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে যে কোন সময়েবন্দর থানার ২৪ নং ওয়ার্ডের বক্তারকান্দী এলাকার আনোয়ার মুন্সী ভাড়াটিয়া বাড়িতে ওই ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম।
নিহত যুবকের নাম আকাশ (২৪)। সে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার বাবুপুর বাংলা বাজারস্থ জিরতলী এলাকার আব্দুর রব মিয়ার ছেলে।
বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) তরিকুল ইসলাম জানায়, এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর থানা পুলিশ দুপুরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করে। পারিবারিক কলহের কারনে আকাশ নামে এক যুবক ভাড়াটিয়া ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সে সাথে পুলিশি তদন্ত অব্যহত রয়েছে।