মঙ্গলবার, ডিসেম্বর ২৪, ২০২৪
Uncategorized

বন্দরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: বন্দর উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো জিওধরা গ্রামের কবীর মিয়ার ছেলে আব্দুল আজিজ (৩) ও তার ছোট ভাই নুরুজ্জামান মিয়ার ছেলে আনাফ (৩)।

স্থানীয়রা জানান, বিকেলে আব্দুল আজিজ ও আনাফ খেলতে গিয়ে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া যায়নি। পরে সোয়া ৫টার দিকে পাশের একটি পুকুর পাড়ে জুতা দেখে নিচে নামলে এক শিশুর মরদেহ ভাসতে থাকে অপর শিশুকে খোঁজাখুঁজির পর মরদেহ দুটি পাওয়া যায়।

খবর পেয়ে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিহতদের বাড়িতে যান এবং তাদের পরিবারকে সান্তনা দেন।

RSS
Follow by Email