বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৪
জেলাজুড়েবন্দর

বন্দরে পরিবেশ দূষণের দায়ে ব্যাটারী কারখানা বন্ধ ঘোষণা

লাইভ নারায়ণগঞ্জ: কারখানার কার্যক্রমে পরিবেশে বিরূপ প্রভাব পড়ায় বন্দরে একটি ব্যাটারী তৈরীর কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) চায়না মালিকাধিন ডংজিং লংজি বিডি নামক সেই কারখানায় পরিদর্শনে আসে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা।

এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ মুজাহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো: আলমগীর হোসেন, ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জ কর্মকর্তা রায়হানুল ইসলাম, কলকারখানা পরিদর্শক নেসার উদ্দিন আহাম্মেদ, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমন আল জাহিন ও অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন।

পরিদর্শন শেষে কারখানা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় কারখানা কর্তৃপক্ষকে।

এব্যাপারে অতিরিক্ত জেলা প্রশাসক মো: আলমগীর হোসেন লাইভ নারায়ণগঞ্জকে জানান, চায়না কোম্পানির ওই ব্যাটারী তৈরীর কারখানা নিয়ে স্থানীয়রা ও ছাত্ররা অভিযোগ করেছিলেন। সেই প্রেক্ষিতে আমরা কারখানা পরিদর্শনে যাই। সেখানে আমরা দেখতে পাই, কারখানার সার্বিক পরিস্থিতির কারণে পরিবেশে বিরূপ প্রভাব পড়ছে। পরিবেশ অধিদপ্তরসহ কারখানা সংক্রান্ত বিভিন্ন সংস্থার রেগুলেশন রয়েছে। যতক্ষণ সেই রেগুলেশনগুলো কারখানা কর্তৃপক্ষ পূরণ করবে ততক্ষণ সেই কারখানা বন্ধ থাকছে।

RSS
Follow by Email