সোমবার, জুলাই ১৪, ২০২৫
Led04বন্দর

বন্দরে পরিবেশ অধিদপ্তর’র অভিযান: ৩২২ কেজি পলিথিন জব্দ, জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধে নারায়ণগঞ্জে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। রবিবার (১৩ জুলাই) পরিচালিত এই অভিযানে প্রায় ৩২২ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে এবং একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ান্নুর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল এতে অংশ নেয়। পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক টিটু বড়ুয়া অভিযানে এক্সিকিউশন প্রদান করেন।

অভিযানে মুছাপুর, বন্দর, নারায়ণগঞ্জে অবস্থিত মেসার্স ফারুক স্টোর নামের একটি প্রতিষ্ঠান থেকে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও প্রদর্শনের জন্য প্রায় ৩২২ কেজি পলিথিন জব্দ করা হয়। প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬ক ধারা লঙ্ঘনের (১৫ এর ৪খ) অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয়/বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। উপপরিচালক এ. এইচ. এম রাসেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

RSS
Follow by Email