বন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্টের ট্রাক খাদে, আহত ২
লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে শাহ সিমেন্টের একটি মিক্সার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। রবিবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় বন্দরের মদনগঞ্জ-মদনপুর সড়কের হাজীপুর বাসস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রাকচালক রুবেল ও তার সহকারী গুরুতর আহত হন। তবে তাৎক্ষণিকভাবে হেলপারের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় স্থানীয় হাশেম মিয়ার একটি চায়ের দোকানও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন।