বন্দরে নিখোঁজের তিন দিন পর প্রবাসীর মরদেহ উদ্ধার
লাইভ নারায়ণগঞ্জ: নিখোঁজ হওয়ার তিন দিন পর বন্দর উপজেলায় এক প্রবাসীর মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রোববার সকালে বন্দরসমর ক্ষেত্র সংলগ্ন মুন্না মিয়ার পুকুর থেকে শামসুল হক (৩০) নামে ওই প্রবাসীর ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকার মাছ ব্যবসায়ী ইব্রাহিম মিয়ার ছেলে শামসুল হক সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছিলেন। গত তিন দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। সকালে স্থানীয়রা পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে তাৎক্ষণিক পুলিশ বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এই ঘটনায় হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ সবুর নামে এক ব্যক্তিকে আটক করেছে।
বন্দর থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত হোসেন গণমাধ্যমকে জানান, “প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট এবং আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পরই এই ঘটনার বিস্তারিত কারণ ও প্রকৃত রহস্য জানা সম্ভব হবে। আমরা নিবিড়ভাবে তদন্ত চালিয়ে যাচ্ছি।”