বৃহস্পতিবার, মে ২২, ২০২৫
Led05বন্দর

বন্দরে নারী নির্যাতন ও যৌতুক মামলায় যুবক গ্রেপ্তার

লাইভ নারায়ণগঘঞ্জ: বন্দর থানাধীন তিনগাঁও এলাকার নারী নির্যাতন ও যৌতুক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তল্লা আজমেরীবাগ নূরজাহান ভিলা এলাকায় অভিযান চালিয়ে ফতুল্লা থানা পুলিশ ও এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি টিম যৌথভাবে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সিআর মামলার ওয়ারেন্ট ছিল।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. সোহাগ (৩০)।

ভুক্তভোগী স্ত্রী জাহিদা বেগম বন্দর থানার মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দাশেগাঁও এলাকার বাসিন্দা। চার বছর আগে পারিবারিকভাবে জাহিদা বেগমের সঙ্গে সোহাগের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সোহাগ ও তার মা যৌতুকের দাবিতে তার উপর নির্যাতন চালিয়ে আসছিল বলে অভিযোগ।

অভিযোগে উল্লেখ করা হয়, কিস্তির টাকা, রুম ভাড়া ও বিভিন্ন অজুহাতে মোটা অঙ্কের টাকা নেওয়ার পরও জাহিদার উপর নির্যাতন থেমে থাকেনি। একপর্যায়ে টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে ২ বছরের সন্তানসহ বাবার বাড়িতে পাঠিয়ে দেয় সোহাগ। বিভিন্ন সময় এলাকাবাসী, মেম্বার ও পঞ্চায়েত কমিটি সালিশি বৈঠক করেও নির্যাতন বন্ধ করাতে ব্যর্থ হন। পরে জাহিদা বেগম আদালতের দ্বারস্থ হন এবং মামলা করেন।

এছাড়া অভিযোগ রয়েছে, সোহাগ ও তার মা এলাকার একাধিক মানুষের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা ঋণ নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান।

এসআই হুমায়ুন কবির জানান, আদালতের সিআর ওয়ারেন্টভুক্ত আসামি সোহাগকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

RSS
Follow by Email