শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
জেলাজুড়েবন্দর

বন্দরে নারী আটক, ৬ কেজি গাঁজা উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে এক নারীকে আটক করেছে বন্দর ফাঁড়ী পুলিশ। বৃহস্পতিবার রাতে বন্দরের আমিন আবাসিক এলাকার স্কুলঘাটের সামনে থেকে তাকে আটক করা হয়।এ সময় তার কাছ বন্দরে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

আটককৃত নারীর নাম শেফালী (৪৮)। সে মুন্সিগঞ্জ জেলার সদর থানার রামজানবেগস্হ মুন্সিরহাট এলাকার মৃত লোকমান মিয়ার মেয়ে ও উল্লেখিত এলাকার জুলহাস মিয়ার স্ত্রী। সে দীর্ঘ দিন ধরে বন্দর আমিন আবাসিক এলাকার রোজিনা বেগমের ভাড়াটিয়া বাড়িতে বসবাস করে আসছিল।

এ ঘটনায় ঘটনায় বন্দর ফাঁড়ি উপ-পরিদর্শক আরিফ পাঠান বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ওই মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

থানা সূত্রে জানাগেছে, গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবয়াসী শেফালী বেগম দীর্ঘ দিন ধরে বন্দর আমিন আবাসিক এলাকাসহ এর আশপাশে এলাকায় অবাধে গাজা ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে স্কুলঘাট এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত গাঁজাসহ ওই নারী মাদক কারবারিকে আটক করা হয়।

RSS
Follow by Email