শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
জেলাজুড়েবন্দর

বন্দরে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৪ বছরের এক হোসিয়ারী শ্রমিককে ধর্ষণের ঘটনায় প্রেমিক আবু তাহের (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে বুধবার (২২ নভেম্বর) সকালে ডাক্তারি পরীক্ষার জন্য সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করেছে।

গ্রেপ্তারকৃত ধর্ষক আবু তাহের বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মামুদনগর এলাকার নুরুল ইসলামের ছেলে।

গ্রেপ্তারকৃতকে দুপুরে নারী শিশু নির্যাতন মামলায় আদালতে প্রেরণ করেছে ।

এর আগে গত শনিবার (১১ নভেম্বর) সকাল ১১ টায় বন্দর থানার মাহমুদনগর এলাকায় এ ধর্ষণ ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ধর্ষিতার মা আলেয়া বেগম বাদী হয়ে গত মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে ধর্ষক আবু তাহেরকে আসামি করে বন্দর থানায় এই মামলা দায়ের করেন। যার মামলা নং -২০(১১)২৩।

RSS
Follow by Email