রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
Led05ধর্মবন্দর

বন্দরে দুর্গাপূজা সফল করতে প্রস্তুতি সভা

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বন্দরে একটি প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বন্দর উপজেলার সাবদী বাজার সংলগ্ন শ্রীশ্রী রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বন্দর উপজেলা শাখার উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন। প্রধান আলোচকের বক্তব্য রাখেন বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান আনিস।

সাবদী রক্ষাকালী মন্দিরের সভাপতি লিটন ঘোষের সভাপতিত্বে ও বন্দর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তিলোত্তমা দাস, মহানগরের সাধারণ সম্পাদক সুশীল দাস, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মিনহাজ মিঠু এবং বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল প্রধানসহ অনেকে।

সভায় বক্তারা দুর্গাপূজাকে কেবল একটি ধর্মীয় উৎসব নয়, বরং বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করেন। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে মণ্ডপের নিরাপত্তা, আলোকসজ্জা, শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। বক্তারা সফল পূজার জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।

RSS
Follow by Email