বন্দরে দুই যুবক আটক, ৭২ কেজি গাঁজা জব্দ
লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে র্যাব। তাদের দাবি আটককৃতরা ‘মাদক কারবারি’। সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় বন্দর উপজেলার মদনপুরে রাফি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় র্যাব।
আটককৃতরা হলেন, পঞ্চগড় জেলার আটোয়ারী থানার মির্জাপুর গ্রামের বাসিন্দা মো. ইমরান (৩৪), এবং নরসিংদী জেলার রায়পুর থানার চরমধুয়া গ্রামের বাসিন্দা মো. আসাদুল্লাহ (১৯)।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে কুমিল্লা জেলা থেকে প্রাইভেটকারে করে এই বিপুল পরিমাণ গাঁজা বিক্রির উদ্দেশ্যে পরিবহন করছিলেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা নানা কৌশল অবলম্বন করেছিলেন।
র্যাব আরও জানায়, আটককৃত দুজনই মাদক কারবারি। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য এই মাদক নিজেদের হেফাজতে রেখেছিলেন। মো. ইমরান প্রাইভেটকারের চালক ছিলেন এবং মো. আসাদুল্লাহ পেছনের সিটে বসে ছিলেন। আটককৃত অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।