বন্দরে দুই নারী আটক, ১০ কেজি গাঁজা উদ্ধার
লাইভ নারায়ণগঞ্জ: মাদক চোরাচালানের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর থানা সীমান্তের মদনপুরস্থ অহনা অটোমোবাইলসের সামনে থেকে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক সার্কেল’-এর উপ-পরিদর্শক ইকবাল মাহমুদ দিপু এবং সহকারী উপ-পরিদর্শক মো. আজাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় তারা আফরোজা বেগম (৬২) ও তাছলিমা আক্তারকে (৩৫) আটক করেন এবং তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেন। আটককৃতরা কুমিল্লার কোতোয়ালি থানার গর্জনখোলা এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক চোরাচালান প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।