রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led03বন্দর

বন্দরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরের লহ্মনখোলা মাদরাসা রোড এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. এরশাদ (৫৫) নামে এক ট্রাক সহকারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ মে) সকাল আটটার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ জানান, মাদরাসা রোড এলাকায় বালুর ট্রাক ও সিমেন্টের ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বালুর ট্রাকের সহকারী এরশাদ গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত এরশাদের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কাঁচপুর এলাকায়। তার বাবার নাম আব্দুল জলিল।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

RSS
Follow by Email