শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led02বন্দর

বন্দরে তুলার গোডাউনে আগুন

লাইভ নারায়ণগঞ্জ: বন্দরে অনু এন্টারপ্রাইজ নামে একটি তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের নবীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট, হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ১ টি ইউনিটসহ মোট ৩ টি ইউনিট ঘটনাস্থলে যায়। এঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায় নি। তবে গোডাউনে থাকা মালামালের অনেক অংশ পুড়ে গিয়েছে। প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নেভাতে সক্ষম হয়।

এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলমাস হোসেন লাইভ নারায়ণগঞ্জকে জানান, সকালে বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের নবীগঞ্জ এলাকায়, বরফকল থেকে নদী পার হয়ে যে এলাকায় সেখানে একটি গোডাউনে আগুন লাগে। গোডাউনে পাটের তৈরী রশি এবং ঝুট কাপড়ের তুলা রাখা হত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তুলার মেশিনর স্পার্ক থেকে আগুনের সূত্রপাত হয়। তবে এ নিয়ে অনুসন্ধান করা হবে। গোডাউনের দুই জন মালিক রয়েছেন। তাদের সাথে কথা হলে জানান, প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

RSS
Follow by Email